আজকে নাকি ভোট ?

লিখেছেন লিখেছেন এম এইচ রাসেল ০৫ জানুয়ারি, ২০১৪, ১০:৫৪:০৮ সকাল

আজকে নাকি ভোট???

আজকে নাকি হবে ভোট

কে যেন কে কয়!

ধুড়ুম ধাড়াম শব্দ শুনি

পিলে চমকে যায়

কিসের ভোট কিসের কি

সবতো আগেই সিলেক্টেড জ্বলছে আগুণ চতুর্দিকে একেই

বলে ইলেক্টেড!

ষোল কোটি মানুষ দেশে

বার কোটির অধিকার

ওপার দেশের শকূন এসে

খাচ্ছে ছিড়ে নির্বিচার!

সব স্বয়েছি আরতো নয়

সিকিম এদেশ হচ্ছেনা

চব্বিশ কোটি বজ্র হাতে

গদি বুবুর রাখছেনা!

কোথায় তাদের ভোটাধিকার

নাম কি এই তন্ত্রের

ভোটের আগেই নির্বাচিত কাজটা বুঝি যন্ত্রের!

গর্জে ওঠো বীর জনতা

হায়েনা দিতে রুখে

ভীষণ জোরে আঘাত কর বাকশালীদের বুকে!!

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159183
০৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৩
হতভাগা লিখেছেন : ৩ ঘন্টায় একটা বুথে সর্বোচ্চ ২৫ টি ভোট কাস্ট হয়েছে ।

এবার মনে হয় বাড়িবাড়ি র‍্যাব পাঠাবে ভোট দিতে আসার জন্য ।

নইলে ......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File